ঢাকা, শুক্রবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জয়ার ‘বাগান বিলাস’ মুক্তি পাচ্ছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ২৭ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

দুই বাংলার দর্শকনন্দিত অভিনেত্রী জয়া আহসান। এখন দেশের চেয়ে পশ্চিমবঙ্গের কাজেই বেশি ব্যস্ত থাকতে দেখা যায় তাকে। নাম লিখিয়েছেন বলিউডেও। তবে এবার ‘বাগান বিলাস’ নামে একটি মিউজিক্যাল ফিল্ম অভিনয় করেছেন জয়া।

সোমবার (২৭ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে জয়ার ‘বাগান বিলাস’। এদিন রাত নয়টার দিকে মুক্তি পাওয়ার কথা রয়েছে মিউজিক্যাল ফিল্মটির। এটি নির্মাণ করেছেন সাদিয়া ইসলাম রোজা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জয়া লিখেছিলেন, আমাদের ‘বাগান বিলাস’, ২৭ জানুয়ারি, রাত ৯ টায়।

জানা গেছে, গানটিতে কণ্ঠ দিয়েছেন এলিটা করিম ও প্রীতম হাসান। গানের পাশাপাশি জয়ার সঙ্গে অভিনয়ও করেছেন তারা।

গেল ২০ জানুয়ারি এই কাজের কথা জানিয়ে সংগীতশিল্পী প্রীতম হাসান ও এলিটা করিমের সঙ্গে একটি ছবি নেটমাধ্যমে শেয়ার করে জয়া জানিয়েছিলেন, তাদের সঙ্গে খুব রোমাঞ্চকর একটি কাজ করতে যাচ্ছেন। দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাদের সেই অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি