ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জয়ে ফিরলো রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ৬ নভেম্বর ২০১৭

জিরোনা ও টটেমহ্যামের কাছে টানা দুই পরাজয়ের পর জয়ের দেখা পেলো রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে ঘরের মাঠে লাস পালমাসকে ৩-০ গোলে হারিয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোরা।

বার্নাবোতে ম্যাচের চতুর্থ মিনিটেই গোলের সুযোগ পেলোও কাজে লাগাতে পারেনি রিয়াল। ১৭ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন রোনালদোও। কিন্তু তার জোড়ালো শট অল্পের জন্য চলে যায় পোস্টের বাইরে। রিয়ালের হয়ে ৪১ মিনিটে প্রথম গোল করেন ক্যাসেমিরু।

বিরতির প্রতিপক্ষ শিবিরে আক্রমণ জোড়দার করে স্বাগতিকরা। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৫৬ মিনিটে আসেনসিওর দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। ম্যাচের ৭৪ মিনিটে ব্যবধান ৩-০ করেন ইসকো। ডানদিক থেকে রোনালদো ক্রসে বল জালে জড়ান স্প্যানিশ এই তারকা।

ম্যাচের বাকি সময় আর গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রোনালদো-রামোসরা। এই জয়ে ১১ ম্যাচের ২৩ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদকে গোল পার্থক্যে পেছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে জিনেদিন জিদানের শীষ্যরা। ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ২৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ভালেন্সিয়া।

সূত্র : গোলডটকম, লাইভস্কোর

এমআর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি