বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ
জয়েই চোখ টাইগারদের
প্রকাশিত : ১৫:৫৭, ৮ মে ২০২৩
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেকে কাল আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৈরী আবহাওয়ায় অনুশীলনে ব্যাঘাত ঘটায় কিছুটা হতাশ টাইগাররা। তবে আগ্রসী মনোভার ধরে রেখে জয়েই চোখ তামিম ইকবালের দলের। এদিকে সরাসরি ওয়ানডে বিশ্বকাপে নাম লেখাতে এই সিরিজে একটি ম্যাচের ভুল করতে চায়না আইরিশরা। ইংল্যান্ডের চেমসফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়।
তিন সংস্করনের মধ্যে বাংলাদেশের সবচেয়ে পছন্দের সংস্করণ একদিনের ক্রিকেট। যেখানে রেকর্ডও বেশ ভালো সাকিব-তামিমদের। সাম্প্রতিক সময়ে সেরা ছন্দে আছে দল। প্রতিপক্ষ আয়াল্যান্ড, যাদের সাথে মাস খনেক আগেও এই ফরম্যাটে সিরিজ জিতেছিলো বাংলাদেশ।
দল ছন্দে থাকলেও ইংল্যান্ডের কন্ডিশন ভাবাচ্ছে টাইগারদের। যেখানে সবশেষ চার বছর আগে একদিনের ম্যাচ খেলেছিলো সাকিব-তামিমরা। তাই এখানকার আবহাওয়ার সাথে মানিয়ে নিতে সপ্তহখানে আগে আসলেও বাধা হয়েছে বৃষ্টি।
তবে এসব নিয়ে ভাবছে না তামিম ইকবালের। চলতি বছরে মাঠে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ। তাই এই ফরম্যাটে কোনো ম্যাচের ভুল করতে চায়না তারা।
দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এসেই শিষ্যদের ভয়ডরহীন খেলার তালিম দিচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে। সাকিবরা গুরুমন্ত্র রপ্ত করেছে বেশ। সবশেষ ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজই সেটার প্রমান। তাই কন্ডিশন বা দল যাই হোক না কেন জয় ছাড়া কিছুই ভাবছে না লাল সবুজের প্রতিনিধিরা।
এদিকে, আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ সরাসরি খেলার যোগ্যতা অর্জন করলেও এখনো পারেনি আয়ারল্যান্ড। তবে এই সিরিজে ৩-০ তে জিতলে সেই সুযোগ পাবে অ্যান্ডি বালবার্নির দল। তাই সর্বশক্তি দিয়ে সুযোগটি লুফে নিতে চায় তারা।
এসবি/