ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

জয়ের আরও কাছে ট্রাম্প, নিচ্ছেন ভাষণের প্রস্তুতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ৬ নভেম্বর ২০২৪ | আপডেট: ১৩:৩৪, ৬ নভেম্বর ২০২৪

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জয়ের বার্তা স্পষ্ট হচ্ছে। এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ২৬৫ এবং ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস ২১৬ ইলেকটোরাল ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০ ইলেকটোরাল ভোট পেতে হয়।

সে হিসেবে হোয়াইট হাউজে যেতে আর মাত্র ৫টি ইলেকটোরাল ভোট প্রয়োজন ডোনাল্ড ট্রাম্পের।

যে সাত সুইং স্টেট মার্কিন নির্বাচনে ফলাফলের ব্যবধান ও জয় নিশ্চিত করে দেয় সেইসব সাত রাজ্যের তিনটিতে ইতোমধ্যে জিতেছেন ট্রাম্প। নর্থ ক্যারোলিনায় জয়ের পর জর্জিয়া ও পেনসিলভেনিয়াতেও জয় নিশ্চিত করেছেন ট্রাম্প। 

নিউ ইয়র্ক টাইমসের খবর অনুযায়ী, বাকি চার সুইং স্টেট অ্যারিজোনা, মিশিগান, নেভাদা ও উইসকনসিনে এগিয়ে আছেন ট্রাম্প।

গার্ডিয়ানের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, জয়ের আভাস পাওয়ার পর শিগগিরই ভাষণ দেওয়ার প্রস্ততি নিচ্ছেন ট্রাম্প। তিনি ফ্লোরিডার পাম বিচ থেকে অল্প কিছুক্ষণের মধ্যে সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। 

নিউইয়র্ক টাইমস পূর্বাভাস বলছে, এই নির্বাচনে শেষ পর্যন্ত ৩০১টি ইলেক্টোরাল ভোট পাবেন রিপাবলিকান পার্টির প্রার্থী এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এবং ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমালা হ্যারিস পাবেন ২৩৮টি ভোট।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি