ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

জয়ের খোঁজে মরিয়া ঢাকার লক্ষ্য ১৬৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪০, ২৩ জানুয়ারি ২০২৩

কোনো কিছুই যেন ঠিক যাচ্ছে না ঢাকা ডমিনেটর্সের। টানা ৫ পরাজয় নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে নাসির হোসেনের দল। জয়ের খোঁজে মরিয়া ঢাকাকে এ ম্যাচে ১৬৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইমরুল কায়েসের দল।

সোমবার (২৩ জানুয়ারি) রাতে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নাসির। 

প্রথমে বোলিংয়ে নেমে দারুণ শুরুও করে দলটি। তবে শেষ পর্যন্ত একই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয় দলটি। ফলে প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৪ রান তোলা কুমিল্লা শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছে ১৬৪ রান।

দলের পক্ষে এদিন ব্যাট হাতে মোহাম্মদ রিজওয়ান (২) ব্যর্থ হলেও লিটন দাস ২০, ইমরুল কায়েস ২৮, জনসন চার্লস ৩২, খুশদিল শাহ ৩০, জাকের আলি ২০ ও 
আবু হায়দার ১১ রান করে দলের স্কোরে সমন্বিত অব্দান রাখেন।

ঢাকার পক্ষে অধিনায়ক নাসির মাত্র ১৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি