ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

জয়ের জন্য বাংলাদেশের চাই ৮ উইকেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:৫৫, ১৫ নভেম্বর ২০১৮

আজ জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। ঢাকা টেস্টে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৮ উইকেট। গতকাল তাদের দেয়া ৪৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলা শুরু করে জিম্বাবুয়ে। বুধবার দিনের খেলা শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় দুই উইকেটে ৭৬ রান। মিরাজ ও তাইজুল একটি করে উইকেট নেন।
এই ম্যাচ জিততে হলে বাংলাদেশকে আজ বৃহস্পতিবার শেষ দিনে বাকি ৮ উইকেট নিতে হবে। আর জিততে হলে জিম্বাবুয়েকে ৩৬৭ রান তুলতে হবে। ড্র করতে হলে এই ৮ উইকেট নিয়ে পার করতে হবে সারাদিন।
এর আগে প্রথম ইনিংসে ২১৮ রানের লিড থাকলেও জিম্বাবুয়েকে ফলোঅন করায়নি বাংলাদেশ। বুধবার সকালে ব্যাট হাতে নিজেরাই দ্বিতীয় ইনিংসে নামে তারা। এরপর ছয় উইকেটে ২২৪ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এতে জিম্বাবুয়ের সামনে জয়ের জন্য ৪৪৩ রানের লক্ষ্য নির্ধারিত হয়।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আজ দ্রুত চার উইকেট হারায় বাংলাদেশ। ২৫ রানের মধ্যে সাজঘরে ফিরেন ইমরুল, লিটন, মুমিনুল ও মুশফিক। এরপর মিঠুন ও মাহমুদউল্লাহ পঞ্চম উইকেটে প্রতিরোধ গড়েন। এই উইকেটে দুজন ১১৮ রানের জুটি গড়েন। পরে মিঠুন আউট হন ৬৭ রান করে।
মিঠুনের পরপর আউট হয়ে যান নতুন করে নামা আরিফুল হক। ছয় উইকেট পতনের পর মেহেদি হাসান মিরাজ জুটি বাঁধেন মাহমুদউল্লাহর সঙ্গে। শেষ পর্যন্ত মাহমুদউল্লাহর সেঞ্চুরি পূর্ণ হলে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর মিরাজ অপরাজিত থাকেন ২৭ রানে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি