ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়ের দিকে এগোচ্ছে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২৯ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:১৯, ৩০ আগস্ট ২০১৭

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষ বেলায় জয়ের দিকে দ্রুত এগোচ্ছে অস্ট্রেলিয়া। ২৬ ওভারে রান নিয়ে গেছে তিন অঙ্কে। ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথের চমৎকার ব্যাটিংয়ে ব্যবধান ক্রমেই কমিয়ে আনছে অতিথিরা।

দ্রুত ২ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে এগিয়ে নিচ্ছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে অর্ধশত রানের জুটি গড়েছেন সহ-অধিনায়ক ও অধিনায়ক। ২২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেট ৮০ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ১৮৫ রান।

প্রথম ইনিংসে দ্রুত ফেরা ডেভিড ওয়ার্নার অর্ধশতক পেয়েছেন দ্বিতীয় ইনিংসে। ৬৪ বলে ৮টি চার আর একটি ছক্কায় ব্যক্তিগত রান পঞ্চাশে নিয়ে গেছেন এই অজি বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান।

ডেভিড ওয়ার্নারের পর জীবন পেয়েছেন স্টিভেন স্মিথও। মেহেদী হাসান মিরাজের বলে তার ফ্লিক সরাসরি যায় শর্ট লেগের ফিল্ডার ইমরুল কায়েসের কাছে। তবে এই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। সে সময় ৩ রানে ব্যাট করছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

এদিকে টাইগাররা উইকেট পেতে পারতেন প্রথম ওভারেই, সৌম্য সরকারের ব্যর্থতা পাওয়া হয়নি। পরের ওভারেই মিলেছে সাফল্য। সাকিব আল হাসানের ঘুর্ণি বল সুইপ করে তাইজুল ইসলামের হাতে চমৎকার ক্যাচে বিদায় নিয়েছিলেন উসমান খাজা। ১ রান করে খাজা ফিরে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ মাত্র ২৮ রান। পরে ডেভিড ওয়ার্নারকে সঙ্গ দিতে ক্রিজে আসেন অজি অধিনায়ক স্টিভেন স্মিথ।

অপরদিকে নিজের পঞ্চম ওভারে আঘাত হেনেছেন মেহেদী হাসান মিরাজ। এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন ম্যাট রেনশ। ৫ রান করে রেনশ ফিরে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার স্কোর ২৭রান।

২৬৫ রানের জয়ের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুই অফ স্পিনার মেহেদী মিরাজ ও নাসির হোসেনকে দিয়ে আক্রমণ শুরু করে অধিনায়ক মুশফিকুর রহমান। নতুন বলে শুরু করাটা মিরাজের জন্য নিয়মিত। প্রথম ইনিংসে ৪৩ রানের লিড নেওয়া বাংলাদেশ জয়ের জন্য অস্ট্রেলিয়াকে দিয়েছে ২৬৫ রানের লক্ষ্য। তামিম ইকবালের ৭৮ আর মুশফিকুর রহিমের ৪১ রানের ওপর ভর করে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ২২১ রান সংগ্রহ করে।

৩৫ রানে শেষ ৫ উইকেট তুলে নিয়ে আশা বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। অতিথিদের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় অবদান ছিলো ন্যাথান লায়নের। ৮২ রানে এই অফ স্পিনার নিয়েছেন ৬ উইকেট।

আরকে/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি