জয়ের ধারায় নেইমাররা
প্রকাশিত : ১৩:৩৩, ২৬ আগস্ট ২০১৭
আগের তিনটা ম্যাচ জিতেছিল সাতে ইচেনা। তবে চতুর্থ ম্যাচে এসে আর পারল না। এবার যে তাদের দেখা হয়েছিল পিএসজির সঙ্গে।
নেইমার-কাভানি-থিয়াগো মোত্তাদের সঙ্গে আর পেরে ওঠল না সবচেয়ে বেশি লিগ ওয়ান জয়ী সাতে ইচেনা। এডিসন কাভানির জোড়া গোলে সাতে ইচেনাকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। পুরো ম্যাচে দুর্দান্ত খেললেও ফরাসি এ লিগে প্রথমবারের মতো গোলশূন্য থাকলেন নেইমার।
১০ বার লিগ ওয়ান জয়ী সাতে ইচেনার বিপক্ষে দুর্দান্তভাবে শুরু করেছিল পিএসজি। ২০তম মিনিটে বক্সের মধ্যে কাভানিকে ফেলে দেয় প্রতিপক্ষ ডিফেন্ডার, পেনাল্টি পেয়ে যায় পিএসজি। দলের হয়ে প্রথম গোল করেন এডিসন কাভানি। প্রথমার্ধে আরো গোলের সহজ সুযোগ মিস করেন নেইমার-মোত্তারা। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধে আরও দুর্দান্ত খেলে পিএসজি। ৫১তম মিনিটে দারুণ এক ফ্রি কিক নেন নেইমার। মার্কিনিয়োস বল ঠেকালেও ভুল করেননি থিয়াগো মোত্তা। দ্বিতীয়বারের মতো সাতে ইচেনার জালে বল জড়িয়ে দেন। এরপর ৮৯ মিনিটে ম্যাচে শেষবারের মতো গোল করেন কাভানি। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রইল পিএসজি। চার ম্যাচে নেইমারদের সংগ্রহ ১২ পয়েন্ট।
//আর//এআর