ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

জয়ের ধারায় ফিরল লিভারপুল

প্রকাশিত : ১০:১৬, ১০ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১০:১৯, ১০ ফেব্রুয়ারি ২০১৯

ইংলিশ প্রিমিয়ার লিগে এএফসি বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই জয়ের মাধ্যমে জয়ের ধারায় ফিরল অলরেডরা।

এর আগে টানা দুই ম্যাচে জয়বঞ্চিত থাকতে হয়েছে তাদের। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে দলটিকে।এই জয়ের মাধ্যমে এবার সেই গেরো খুললো।

খেলার শুরুতে মানের গোলে এগিয়ে যায় লিভারপুল। পরে ব্যবধান দ্বিগুণ করেন জর্জিনিয়ো ভিনালডাম। শেষ পেরেক ঠুকেন মোহামেদ সালাহ। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চূড়ায় ফিরলেন তারা।

লেখার ২৪ মিনিটে জেমস মিলনারের বাড়ানো ক্রসে অনবদ্য হেডে বল জালে জড়ান মানে। পরে ৩৪ মিনিটে অ্যান্ড্রু রবার্টসনের বাড়ানো বল ধরে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন ভিনালডাম। মূলত, এতেই ম্যাচের নিয়ন্ত্রণ চলে আসে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের হাতে। ম্যাচের শেষ দিকে গোল করেন মোহামেদ সালাহ।

উল্লেখ্য, ২৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরেছে লিভারপুল। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ২৫ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে টটেনহ্যাম হটস্পার।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি