ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

জয়ের মহানায়ক মুশফিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৫, ১১ মার্চ ২০১৮ | আপডেট: ০০:৪৪, ১১ মার্চ ২০১৮

অনেক দিন ধরেই দলের ওয়িনিং মুখ মুশফিকুর রহিমকে খুঁজে ফিরছিল দর্শকরা। তবে মুশফিক ছিল নিষ্প্রাণ। হয়তো ঠিকই করে নিয়েছিলেন নিদাহাস ট্রফিতে নিজের জাত আবারও চেনাবেন বিশ্ববাসীকে। বাংলাদেশের রেকর্ড জয়ে আবারও ত্রাতার ভূমিকাই ধরা দিলেন মুশফিক। তার ৩৫ বলে করা ৭২ রানের বিধ্বংসী ইনিংসেই লঙ্কানদের হারিয়ে দেয় টাইগাররা।

আর ৩৫ বলে ৭২ রান! ৫টি বাউন্ডারির পাশে ৪টি ছক্কা। এমন এক ইনিংসের পর আর কে ম্যাচসেরার পুরস্কারটি দাবি করতে পারেন? হয়তো স্বয়ং ক্রিকেট বিধাতাও না ? তাইতো মুশফিকুর রহিমের হাতেই উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। তার দুর্দান্ত ও দানবীয় এক ইনিংসে দেশবাসীও ভাসছে আনন্দের বন্যায়।

সবার মুখে মুখে স্লোগান তামিম, তামিম, তামিম। এই মুশফিকের ব্যাটে চড়েই আজ টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসের রেকর্ড গড়া এক জয় পেয়েছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফির ম্যাচে ২১৫ রানের প্রায় অসম্ভব এক লক্ষ্য তাড়া করে ২ বল হাতে রেখেই ৫ উইকেটের এক দারুণ জয় পায় বাংলাদেশ। আর জয়ের এ মহানায়ক মুশফিকুর রহিম।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি