ঝালকাঠিতে লঞ্চ-কার্গো ধাক্কা, নিখোঁজ ২
প্রকাশিত : ১৬:১২, ৩০ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:৫০, ৩১ জানুয়ারি ২০১৮
ঝালকাঠির কাঁঠালিয়ায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় সিমেন্ট ভর্তি একটি কার্গো ডুবে গেছে। এতে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার সকাল ৬টার দিকে বিষখালী নদীতে মশারিবুনিয়া পুরনো লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজদের মধ্যে মো. হাসান ভোলার লালমোহন উপজেলার আশুলি গ্রামের বাসিন্দা। এবং পান্নু মিয়া রাজাপুরের বাদুর তলা গ্রামের বাসিন্দা।
কাঁঠালিয়া থানা সূত্রে জানা গেছে, ঝালকাঠি থেকে ৬০ বস্তা সিমেন্ট নিয়ে একটি ছোট কার্গো বিষখালী নদী দিয়ে বরগুনার কাকচিড়া যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে কাঁঠালিয়ার মশারিবুনিয়া পুরনো লঞ্চঘাটে নোঙর করে। ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ এমভি পূবালী-১ সকাল ৬টার দিকে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে কার্গোটিকে ধাক্কা দিলে কার্গোটি ডুবে গিয়ে মো. হাসান ও পান্নু মিয়া নামে দুই শ্রমিক নিখোঁজ হন।
একে// এআর
আরও পড়ুন