ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৫, ১৬ মে ২০১৭

ঝিনাইদহের চুয়াডাঙ্গা গ্রামের দুটি জঙ্গি আস্তানায় অভিযান চালাচ্ছে র‌্যাব। ইতোমধ্যে সেখান থেকে দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়েছে। আস্তানা দুটিতে বিপুল পরিমাণ বোমা ও বিষ্ফোরক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকাল ১১টার দিকে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় অভিযান। এদিকে নিরাপত্তার স্বার্থে আস্তানা দুটির আশপাশের এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
জঙ্গি আস্তানা সন্দেহে সকাল ৭টা থেকে সদরের চুয়াডাঙ্গা গ্রামের প্রান্ত ও সেলিম নামে দুই ভাইয়ের বাড়ি দুটি ঘিরে রাখে র‌্যাব।
১১টার দিকে খুলনা থেকে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছালে শুরু হয় অভিযান। সেসময় দুটি সুইসাইডাল ভেস্ট উদ্ধার করা হয়। বাড়ি দুটিতে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক থাকতে পারে বলে জানিয়েছে র‌্যাব।
বাড়ি দুটির মালিক সেলিম ও প্রান্ত। সম্পর্কে তারা চাচাতো ভাই। সেলিম মহেশপুরের বজরাপুর গ্রামের অভিযানে নিহত জঙ্গি তুহিনের ভাই বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।
এদিকে ঘটনাস্থলের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি