ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

ঝিনাইদহে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৫, ৫ আগস্ট ২০১৯

ঝিনাইদহে ব্যবসায়ী জামিরুল ইসলাম হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় হত্যায় ব্যবহৃত বন্দুক ও ছিনতাইকৃত মোটরসাইকেলও উদ্ধার করা হয়। 

সোমবার ভোর রাতে জেলার হরিনাকুন্ডু উপজেলার কাদীখালি গ্রাম থেকে আজিজুল ইসলাম এবং চুয়াডাঙ্গার নবীনগর গ্রামে নিজ বাড়ি থেকে নাসির উদ্দিনকে গ্রেফতার করে ঝিনাইদহ জেলা পুলিশের গোয়েন্দ (ডিবি) শাখা। 

পুলিশ জানায়, আজিজুল ইসলামের বাড়ি থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এর আগে চুয়াডাঙ্গার নবীনগর গ্রামে নাসির উদ্দিনের বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১৯ এপ্রিল রাতে সদর উপজেলার কুবিরখালী গ্রামে জামিরুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়।

দুপুরে জেলা পুলিশ সুপার মো. হাসানুজ্জামান এক সংবাদ সম্মেলনে জানান, জামিরুলকে হত্যার পরদিন তার মামা মোশাররফ হোসেন মুছা অজ্ঞাতদের আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে এ ঘটনার মুল পরিকল্পনাকারী গোলাপ মেম্বারসহ ৭ জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে নাজিম, গোলাপ ও আনারুল ইসলাম আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি