ঢাকা, সোমবার   ০১ জুলাই ২০২৪

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযান চলছে, বিস্ফোরক ও পিস্তল উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২১, ২২ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৫:১৩, ২২ এপ্রিল ২০১৭

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযান

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় অভিযান

ঝিনাইদহের পোড়াহাটি গ্রামে জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক ভর্তি ১৭টি ড্রাম, একটি পিস্তল ও ম্যাগজিন এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। জব্দ করা হয়েছে বেশকিছু জিহাদী বই। অভিযান এখনো চলছে। ওই আস্তানায় শীর্ষ জঙ্গিরা অবস্থান করছিলো বলে জানিয়েছে পুলিশ।
শনিবার সকালে দ্বিতীয় দিনের মতো ঝিনাইদহের পোড়াহাটি গ্রামের জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। ‘সাউথ প’ বা দক্ষিণের থাবা নামে ওই অভিযানে যোগ দেন বোমা নিস্ক্রিয় দলের সদস্যরাও।
পরে বাড়ির ভেতর থেকে বিস্ফোরক ভর্তি ১৭টি ড্রাম, ১টি পিস্তল ও ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জব্দ করা হয় বেশ কিছু জিহাদি বই।
অভিযানের এক পর্যায়ে ৫টি বোমার বিস্ফোরণ ঘটান ঢাকা থেকে যাওয়া বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা।
শুক্রবার সন্ধ্যায় পোড়াহাটি গ্রামের আধাপাকা বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। গতকালই ওই আস্তানায় বিপুল পরিমাণ বিস্ফোরক, তিনটি সুইসাইডাল ভেস্ট ও একটি পিস্তল থাকার কথা জানায় আইন শৃঙ্খলা বাহিনী। তবে, দুই কক্ষের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানিয়েছে, এক দম্পতি বাড়িটি ভাড়া নিয়েছিলো।

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি