ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঝিনাইদহের পোড়াহাটি গ্রামে জঙ্গি আস্তানায় অভিযান সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ২২ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

ঝিনাইদহের পোড়াহাটি গ্রামে জঙ্গি আস্তানায় অভিযান শেষ করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। উদ্ধার করা হয়েছে বিস্ফোরক তৈরির উপাদান ভর্তি ২০ টি ড্রাম, বিপুল পরিমাণ বিস্ফোরক, একটি পিস্তল ও ম্যাগজিনসহ সাত রাউন্ড গুলি। এ বাড়িতে শীর্ষ জেএমবি নেতাদের আনাগোনা ছিল এবং বাড়ির বাসিন্দা নব্য জেএমবি’র সদস্য আব্দুল্লাহ’র বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল বলে জানিয়েছে পুলিশ।
অপারেশন ‘সাউথ প’ বা দক্ষিণের থাবা সমাপ্ত ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার সকাল সোয়া ৯টা থেকে শুরু হওয়া অভিযান শেষ হয় বেলা ২টায়। অভিযানে যোগ দেন বোমা নিস্ক্রিয় দলের সদস্যরাও।
জঙ্গি আস্তানা থেকে উদ্ধার করা হয় ২০ ড্রাম হাইড্রোজেন পার অক্সাইড, ১০০টি লোহার বল, ৩টি সুইসাইডাল ভেস্ট, ৯টি সুইসাইডাল বেল্ট, বিপুল পরিমান ইলেকট্রিক সার্কিট, ১টি বিদেশী পিস্তল, ম্যাগজিনসহ ৭ রাউন্ড গুলি, ১টি মোটরসাইকেল, ১টি চাপাতি ও ৬টি শক্তিশালী বোমা। জব্দ করা হয় বেশ কিছু জিহাদি বই।
অভিযানের এক পর্যায়ে ৩টি সুইসাইডাল ভেস্ট ও ২টি বোমা নিষ্ক্রিয় করেন বোমা নিস্ক্রিয়কারী দলের সদস্যরা।
সংবাদ সম্মেলনে খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহম্মেদ জানান, এই বাড়ির বাসিন্দা নও মুসলিম আব্দুল্লাহ নব্য জেএমবির সদস্য। এটি তাদের অস্ত্র তৈরির কারখানা হতে পারে বলেও জানান তিনি।
শুক্রবার সন্ধ্যায় পোড়াহাটি গ্রামের আধাপাকা বাড়িটি ঘিরে ফেলে পুলিশ। তবে, দুই কক্ষের বাড়িতে কাউকে পাওয়া যায়নি। এলাকাবাসী জানিয়েছে, এক দম্পতি বাড়িটি ভাড়া নিয়েছিলো।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি