ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ঝিনাইদহের বাফা’র গোডাউনে ইউরিয়া সারের প্রতি বস্তায় ওজনে কম এবং মান নিয়ে প্রশ্ন তুলেছেন ডিলাররা

প্রকাশিত : ১৫:৫০, ৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৫:৫০, ৩ আগস্ট ২০১৬

ঝিনাইদহের বাফা’র গোডাউনে আসা ৫০ ট্রাক ভর্তি ইউরিয়া সারের মধ্যে ১৬ ট্রাক ইউরিয়া সারের প্রতি বস্তায় ওজনে কম এবং মান নিয়ে প্রশ্ন তুলেছেন ডিলাররা। এ কারণে ট্রাক ভর্তি এসব সার আনলোড করতে অস্বীকৃতি জানিয়েছে গোডাউন কর্তৃপক্ষ। এদিকে গোডাউন চত্বরে রোদ-বৃষ্টিতে দিনের পর দিন নষ্ট হচ্ছে এসব সার। যশোর নওয়াপাড়া থেকে শুক্রবার রাতে ৫০ ট্রাক ভর্তি ইউরিয়া সার পৌঁছায় ঝিনাইদহের কালীগঞ্জ বাফার গোডাউনে। চট্টগ্রামের আগ্রাবাদের নবাব অ্যান্ড কোম্পানী এই সার সরবরাহ করে। ১৬ ট্রাক ভর্তি ৩শ’ মেট্রিক টন ইউরিয়া সারের প্রতি বস্তায় ৫০ কেজি সার থাকার কথা থাকলেও রয়েছে ৪৫ থেকে ৪৬ কেজি। এছাড়া দীর্ঘদিন ট্রাকভর্তি সারগুলো বন্দরের ঘাটে পড়ে থাকায় এর গুনগত মানও নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ ডিলার এবং গোডাউন কর্মকর্তার। নিম্নমান আর বস্তায় ৪ থেকে ৫ কেজি সার কম দেয়ার অভিযোগ এনে সব ট্রাক ফেরত দেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এদিকে ট্রাকভর্তি সার আনলোড না হওয়ায় বিপাকে রয়েছেন ট্রাক চালকরাও। ঝিনাইদহ বাফার গোডাউনে আসা এসব সারের ওজন ও গুনগত মান দেখা না হলে সার ব্যবহারকারীরাই ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি