ঝড়-তুফান তুলেছিলেন বিচারপতি সিনহা : আইনমন্ত্রী
প্রকাশিত : ১৯:৪৮, ২ ডিসেম্বর ২০১৭
পদত্যাগী প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারকদের শৃঙ্খলাবিধি নিয়ে ঝড়-তুফান তুলেছিলেন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচার বিভাগীয় সম্মেলনে তিনি একথা বলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিয়ার সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।
সরকারের আইন ও বিচার বিভাগ থেকে অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধিমালার একটি খসড়া সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয়েছিল। গত ৩০ জুলাই তা গ্রহণ না করে কয়েকটি শব্দ ও বিধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পদত্যাগী প্রধান বিচারপতি সিনহা।
এ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, এ নিয়ে সদ্য সাবেক প্রধান বিচারপতি মহোদয় যে ঝড়-তুফান তুলেছিলেন তা আপনাদের সকলেরই জানা আছে। আল্লাহর বিশেষ রহমতে বিচার বিভাগের সঙ্গে নির্বাহী বিভাগের সেই দীর্ঘ টানাপোড়েনের অবসান হয়েছে।
তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী ওই খসড়া তৈরি রাষ্ট্রপতির এখতিয়ার ও তার নির্দেশনাতেই তা করা হয়েছিল। কিন্তু তাকে (বিচারপতি সিনহা) কোনোভাবেই বোঝানো যাচ্ছিল না, এটা মহামান্য রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা। এ ক্ষমতা আইন মন্ত্রণালয় প্রধান বিচারপতিকে দিতে পারে না। যাই হোক, আল্লাহর বিশেষ রহমতে সেই অবস্থার অবসান হয়েছে।
/ এআর /
আরও পড়ুন