ঝড়ে ডুবল হাওয়ারে পাঠানো ত্রাণের নৌকা
প্রকাশিত : ১২:১৩, ১ মে ২০১৭
হাওরের ক্ষতিগ্রস্ত মানুষদের সাহায্যের জন্য পাঠানো একটি ত্রাণবাহী নৌকা ঝড়ের কবলে পড়ে সুনামগঞ্জের সুরমা নদীতে ডুবে গেছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায় বলে জানিয়েছেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
সোমবার সকালে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, গতকাল রাতে ১৮ টন চাল নিয়ে একটি নৌকা জেলা শহরের ঘাট থেকে সদর উপজেলার রঙগারচর যাচ্ছিল। অকাল বন্যায় ফসল হারানো মানুষদের সাহায্যের জন্য এসব ত্রাণ যাচ্ছিল। কিন্তু রাত সাড়ে ১১টার দিকে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
জেলা প্রশাসক আরও জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু ডুবুরির সংখ্যা কম থাকায়, বাইরে থেকে ডুবুরি এনে চাল উদ্ধারের চেষ্টা চলছে।
গতকাল রাতে ওই ঝড়ে জেলার কমপক্ষে আট শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক জানিয়েছেন, এরই মধ্যে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আরও পড়ুন