ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

ঝড়ে ভেঙ্গে পড়ল ২২৭ বছরের পুরোনো গাছ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২১, ৫ মার্চ ২০১৮

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের লাগানো ২২৭ বছরের পুরোনো একটি গাছ ঝড়ে ভেঙ্গে পড়েছে। যুক্তরাষ্ট্রের মাউন্ট ভেরনোন এস্টেটে ১৭৯১ সালে ওই গাছটি রোপণ করেন জর্জ ওয়াশিংটন।

কানাডিয়ান হেমলক নামের ওই গাছটি গত শুক্রবার ধসে পড়েছে। ধারণা করা হচ্ছে ১৭৯১ সালে দেশটির প্রতিষ্ঠাতা জর্জ ওয়াশিংটন গাছটি রোপণ করেছিলেন।

গত শুক্রবার সন্ধ্যায় মাউন্ট ভারননের কর্তৃপক্ষ এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। ফেসবুক পোস্টে তারা জানায়, আজ (রোববার) শক্তিশালী বাতাসে ২২৭ বছরের পুরোনো একটি গাছ ভেঙ্গে পড়েছে।

এদিকে মাউন্ট ভারননের দর্শনার্থী বিষয়ক সভাপতি রব শেঙ্ক বলেন, দমকা হাওয়ায় বেশ কিছু পুরোনো গাছ ভেঙ্গে পড়েছে। এই ঝড় কেবল ভারনন নয় ওয়াশিংটনের উপর দিয়েও গেছে বলে জানা গেছে।

সূত্র: ইনডিপেনডেন্ট
এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি