ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঝড়ের নাম মাশরাফি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২১, ২৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩১, ২৬ নভেম্বর ২০১৭

গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে বয়ে গেছে এক ঝড়, মাশরাফি-ঝড়। সেই ঝড়ে উড়ে গেছে স্বাগতিক চিটাগং ভাইকিংস। ১৭ বলে ৪২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েছেন রংপুর অধিনায়ক, ব্যাটসম্যান মাশরাফি ছাড়িয়ে গেছেন বোলার মাশরাফিকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে স্বাগতিকদের দেওয়া ১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রংপুরের শুরুটা ভালো হয়নি। গেইল-ম্যাককালাম জুটি ৩১ রান তুললেও বলের চেয়ে রান ছিলো কম রংপুরের। ২০ বলে ১৫ রান করে ম্যাককালাম আউট হয়ে গেলে সবাইকে অবাক করে দিয়ে মাঠে নামেন রাইডার্স অধিনায়ক মাশরাফি। নেমেই চার-ছক্কায় ঘুরিয়ে দেন ম্যাচের মোড়। গেইলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৬০ রানের জুটি গড়েন মাত্র ৪ দশমিক ২ ওভারে। মাশরাফির ইনিংসে ছিলো ৩ ছক্কা ও ৪টি চার। শেষ দিকে থিসারা পেরেরার ১৪ বলে ২৮ রানের ইনিংস রংপুরকে এনে দেয় ৩ ‍উইকেটের জয়। ম্যাচ সেরা হন মাশরাফি।

সূত্র : ক্রিকইনফো

//এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি