ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ঝড়ো সেঞ্চুরি বেয়ারস্টোরের : সিরিজ ইংল্যান্ডের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১০ মার্চ ২০১৮

ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ওয়ানডেতে ব্যাটিং-তাণ্ডব চালিয়ে ৫৮ বলে সেঞ্চুরি পূরণ করেন জনি বেয়ারস্টোর। তার তাণ্ডবে সিরিজ নির্ধারণী ম্যাচে পাত্তাই পেল না নিউজিল্যান্ড। ৭ উইকেটের জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ নিশ্চিত করে ইংলিশরা।

সিরিজের আগের ম্যাচে নিউজিল্যান্ড দুর্দান্ত জয় তুলে নেওয়ায় ২-২ সমতা ফেরে। আর এ কারণেই ক্রাইস্টচার্চের শেষ ওয়ানডে রুপ নেয় ফাইনালে।

সিরিজ নির্ধারণী ম্যাচে ইংলিশদের কাজটাকে সহজ করে দেন বোলাররা। ক্রিস ওকস (৩/৩২), আদিল রশিদ (৩/৪২) ও টম কারানের (২/৪৬) চমৎকার বোলিংয়ে নিউজিল্যান্ড ৪৯.৫ বলে অলআউট হয়ে যায় মাত্র ২২৩ রানে।

২২৪ রানের জবাবে ব্যাট করতে বেয়ারস্টো একাই শেষ করে দিয়েছেন সফরকারীদের। তার ঝড়ো সেঞ্চুরিতে ১৭.২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ব্যাট হাতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন বেয়ারস্টো টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন। আগের ম্যাচে ১৩৮ রান করেন ১০৬ বল খেলে।

শনিবারের ম্যাচে তিনি হয়ে ওঠেছর আরো ভয়ঙ্কর। ইংল্যান্ডের তৃতীয় দ্রুততম সেঞ্চুরি পূরণ করেন মাত্র ৫৮ বলে। শেষ পর্যন্ত ৬০ বলে খেলে যান ১০৪ রানের ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারের নিজের চতুর্থ সেঞ্চুরি পূরণ করতে খেলেছেন ৯ চার ও ৬ ছক্কা। পরে হিট উইকেটের শিকার হয়ে সাজ ঘরে ফিরতে হয় তাকে।

ইংল্যান্ডের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন দুই ওপেনার উইকেটরক্ষক টসম্যান বেয়ারস্টো ও অ্যালেক্স হেলস। তাদের উদ্বোধনী জুটি থেকে ইংলিশরা পায় ১৫৫ রান। ওপেনিংয়ে ফিরে হেলস ৭৪ বলে খেলেন ৬১ রান।

অধিনায়ক এউইন মরগান অবশ্য ব্যর্থ হয়েছেন। তিনি আউট হয়েছেন মাত্র ৮ রান করে। তবে বেন স্টোকসকে (২৬*) সঙ্গে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন জো রুট (২৩*)। যাতে সহজ জয়ে সিরিজও নিশ্চিত করে ইংল্যান্ড।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপদে পড়ে সফরকারি নিউজিল্যান্ড। আগের ম্যাচে ১৮১ রানের ইনিংস খেলে কিউইদের দারুণ এক জয় এনে দেওয়া রস টেলর ম্যাচের আগ মুহূর্তে ছিটকে যান ঊরুর মাংসপেশির চোটে। তার অনুপস্থিতির সঙ্গে অধিনায়ক কেন উইলিয়ামসন ব্যর্থ হলে ভেঙে পড়ে কিউইদের ব্যাটিং লাইনআপ।

দলের পক্ষে কলিন মুনরো (০), উইলিয়ামসন (১৪), টম ল্যাথাম (১০), মার্ক চ্যাপম্যান (০), কলিন ডি গ্র্যান্ডহোম (৬) কেউই দাঁড়াতে পারেননি। ওপেনিংয়ে মার্টিন গাপটিলের ব্যাট থেকে আসে ৪৭ রান, আর হেনরি নিকোলস খেলেছেন ৫৫ রানের ইনিংস। তাদের সঙ্গে শেষ দিকে মিচেল স্যান্টনার দলীয় সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন।

 

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ৪৯.৫ ওভারে ২২৩ (স্যান্টনার ৬৭, নিকোলস ৫৫, গাপটিল ৪৭; ওকস ৩/৩২, রশিদ ৩/৪২)।

ইংল্যান্ড: ৩২.৪ ওভারে ২২৯/৩ (বেয়ারস্টো ১০৪, হেলস ৬১, স্টোকস ২৬*, রুট ২৩*; স্যান্টনার ১/৪৪)।

ফল: ইংল্যান্ড ৭ উইকেটে জয়ী।

সিরিজ: ৫ ম্যাচের সিরিজ ইংল্যান্ড ৩-২ ব্যবধানে জয়ী।

ম্যাচসেরা: জনি বেয়ারস্টো।

ম্যাচসেরা: ক্রিস ওকস। সূত্র: ক্রিকইনফো

আর / এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি