টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২
প্রকাশিত : ১৩:৩০, ২ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:১৮, ২ অক্টোবর ২০১৮
গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি সিলিং ফ্যান কারখানায় বিস্ফোরণে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ শ্রমিক।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় এ ঘটনা ঘটে। ফ্যান কারখানার দুটি হিট চেম্বার হঠাৎ এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ জানা যায় নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তারা জানান, তদন্তের আগে বিস্ফোরণের কারণ বলা যাবে না।
টঙ্গী থানা পুলিশ জানায়, সকালে কারখানার দু’তলায় কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় হিট চেম্বার বিস্ফোরণ ঘটে। এতে হতাহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুই শ্রমিকের মৃত্যু হয়।
নিহত দু’জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। লাশ দুটি টঙ্গী সদর হাসপাতালে রাখা আছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। গুরুত্ব আহত কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পারভেজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অতিরিক্ত জেলা মেডিস্ট্রেট মশিউর রহমানকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
/ এআর /
আরও পড়ুন