টটেনহাম হটস্পারের বিপক্ষে মাঠে নামছে চেলসি
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৪:০৮, ২২ এপ্রিল ২০১৭
এফএ কাপ ফুটবলের সেমিফাইনালে রাতে টটেনহাম হটস্পারের বিপক্ষে মাঠে নামছে চেলসি।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায়। অভিজ্ঞ খেলোয়াড় ও পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল চেলসি বেশ শক্তিশালী। তবে, নিজেদের আত্নবিশ্বাস কাজে লাগিয়ে খেলতে পারলে জয় পাওয়া সম্ভব বলে মনে করেন টটেনহ্যামের ম্যানেজার মরিসিও পোচেটিনো। আর চেলসির হেড কোচ আন্তোনিও কন্তের মতে, প্রতিপক্ষ সব দলই শক্তিশালী, এই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে চেলসি।