টটেনহামের কাছে হারলো ম্যানচেস্টার
প্রকাশিত : ১২:১২, ১ ফেব্রুয়ারি ২০১৮
ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থাকা টটেনহাম হটস্পারের কাছে ২-০ গোলে হারলো দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি আসরে ম্যানউইর এটি চতুর্থ হার। এরফলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান বেড়ে দাড়ালো ১৫।
ঘরের মাঠে ম্যাচের প্রথম মিনিটেই লিড নেয় টটেনহাম। ১ মিনিটে দলের হয়ে লিড নেওয়ার গোলটি করেন মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। আর ২৮ মিনিটে ম্যানউইর ফিল জোনসের আত্মঘাতি গোলে ২-০তে এগিয়ে যায় টটেনহাম। পিছিয়ে পরে আক্রমণের গতি বাড়ায় ম্যানউই। তবে, গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি রেড ডেভিলসরা।
এসএইচ/