ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

টটেনহ্যামকে হারিয়ে পাঁচে ইউনাইটেড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫১, ২০ অক্টোবর ২০২২ | আপডেট: ১০:৫৬, ২০ অক্টোবর ২০২২

ওল্ড ট্র্যাফোর্ডে আক্রমণের পসরা মেলে উজ্জীবিত ফুটবল খেললো ম্যানইউ। প্রথমার্ধে একের পর এক সেভ করে তাদের হতাশ করলেও দ্বিতীয়ার্ধে আর রক্ষে হয়নি টটেনহ্যামের।

বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।  ফ্রেদ দলকে এগিয়ে নেওয়ার পর চমৎকার গোলে ব্যবধান বাড়ান ব্রুনো ফের্নান্দেস।

গত মার্চে লিগে টটেনহ্যামের বিপক্ষে ফিরতি দেখায় ঘরের মাঠে হ্যাটট্রিক করা ক্রিশ্চিয়ানো রোনালদোকে এই ম্যাচে বেঞ্চে রাখেন কোচ।

একের পর এক আক্রমণে শুরু থেকে টটেনহ্যামকে চেপে ধরে ইউনাইটেড। তবে প্রথম আধা ঘণ্টায় গোলের জন্য ইউনাইটেড শট নেয় মোট ১৪টি, যার পাঁচটি ছিল লক্ষ্যে আর সবগুলোই সেভ করেন টটেনহ্যাম গোলরক্ষক লরিস।

তবে  দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে সৌভাগ্যের ছোঁয়ায় এগিয়ে যায় ইউনাইটেড। টটেনহ্যামের ডিফেন্ডার বেন ডেভিসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায় বল। 

৬৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। বক্সে ফ্রেদের শট টটেনহ্যামের এরিক ডায়ারের পায়ে লেগে ব্যর্থ হওয়ার পর চমৎকার শটে জালে পাঠান ফের্নান্দেস।

৮১তম মিনিটে ফের্নান্দেস আবার জালে বল পাঠালে অফসাইডের কারণে গোল মেলেনি। ব্যবধানও তাই আর বাড়েনি।

১০ ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলে ২৩ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম।

২৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি দুইয়ে আর ২৭ পয়েন্ট নিয়ে আর্সেনাল আছে শীর্ষে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি