ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টটেনহ্যামকে হারিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ৩০ অক্টোবর ২০১৮

টটেনহ্যাম হটস্পারকে তাদেরই মাঠে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরেছে গতবারের চ্যাম্পিয়নরা। ওয়েম্বলি স্টেডিয়ামে সোমবার রাতে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার দল।
ম্যাচের শুরুতেই জয়সূচক গোলের দেখা পায় ম্যান সিটি। ৬ মিনিটের মাথায় রাহিম স্টার্লিং বা দিক দিয়ে ডি-বক্সে ঢুকে গোলমুখে বল বাড়ান। সুযোগটা কাজে লাগাতে এক মুহূর্তও দেরি করেননি রিয়াদ মাহরেজ। শেষপর্যন্ত এই গোলেই জয় পায় ম্যান সিটি।
১০ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে শীর্ষে ফেরা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ২৬। দ্বিতীয় স্থানে নেমে যাওয়া লিভারপুলের পয়েন্টও ২৬।

২ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২২। ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে টটেনহ্যাম।
১৭ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে প্রতিযোগিতার সফলতম ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি