ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টরেন্টো মাস্টার্স থেকেও ওসাকার নাম প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১১ আগস্ট ২০২২

নাওমি ওসাকা

নাওমি ওসাকা

পিঠের ইনজুরির কারণে টরেন্টো মাস্টার্সের প্রথম ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন চারবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাওমি ওসাকা। এর ফলে আসন্ন ইউএস ওপেনে জাপানি তারকার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

প্রথম ম্যাচে এস্তোনিয়ার কাইয়া কানেপির কাছে ৭-৬ (৭/৪), ৩-০ গেমে পিছিয়ে ছিলেন ওসাকা। গত সপ্তাহে ওয়াশিংটন ওপেনে রানার-আপ কানেপির বিপক্ষে নাম প্রত্যাহারের আগে ৭১ মিনিট কোর্টে ছিলেন জাপানিজ তারকা। এ সময় কানেপি তিনটি ব্রেক পয়েন্ট অর্জন করেন।

ইনজুরির মাত্রা বেড়ে যাওয়ায় আর খেলা সম্ভব হয়নি ওসাকার। এ সময় তিনি বলেন, ‘ম্যাচের শুরু থেকেই পিঠে কিছুটা অস্বস্তি অনুভব করছিলাম। কিন্তু তারপরেও জোর করে খেলেছি। ভালো খেলার জন্য কানেপিকে অভিনন্দন। টুর্ণামেন্টের বাকি সময়টার জন্য তার প্রতি শুভ কামনা রইল।’

এর আগে এপ্রিলে মিয়ামির ফাইনালে বিশ্বের এক নম্বর তারকা ইগা সোয়াইটেকের বিপক্ষে হারার পর এ পর্যন্ত ৬টি ম্যাচের মধ্যে ওসাকা জিতেছেন মাত্র দুটিতে। 

এর আগে ইউএস ওপেনে পাঁচ বছর আগে একবার দেখা হয়েছিল কানেপি ও ওসাকার। ওই ম্যাচটিতে জয়ী হয়েছিলেন ৩৭ বছর বয়সী কানেপি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি