ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৭, ২ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

জিতলেই সেমিফাইনালে যাবে ভারত। আর বাংলাদেশ জিতলেও পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ, নেট রান রেটে বেশ পিছিয়ে সাকিব বাহিনী। এমন সমীকরণকে সামনে রেখে মাঠে দুই দল। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। 

বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেড ওভালে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে দুই প্রতিবেশী দেশের গুরুত্বপূর্ণ ম্যাচের লড়াই শুরু হচ্ছে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

বাংলাদেশ তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। ওপেনার সৌম্য সরকারের জায়গায় পেসার শরিফুল ইসলামকে দলে টেনেছে। অন্যদিকে ভারত তাদের একাদশে দীপক হুদার পরিবর্তে এসেছেন অক্ষর প্যাটেল।

অতীত পরিসংখ্যানে এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে বাংলাদেশের একমাত্র জয়ের বিপরীতে ভারতের জয় ১০ ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনবারের দেখায় সবকয়টিতে জয় পায় ভারত।

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), ইয়াসির আলী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি