ঢাকা, সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪

টস জিতে ফিল্ডিংয়ে ইংলিশরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ১৪ মার্চ ২০২৩

ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশ জয়লাভ করে। বাংলাদেশ সফরে এসে এই প্রথম টস জিতলেন ইংলিশ অধিনায়ক বাটলার। 

চট্টগ্রামে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। ম্যাচ জিতেছিল ৬ উইকেটে। তারপর ঢাকায়ও টস জিতে টাইগাররা পরে ব্যাট করে ম্যাচ জিতে ৪ উইকেটে। কোনো ম্যাচে টস জিততে না পারা ইংলিশরা সিরিজ খুঁইয়েছে। আজ বাংলাদেশের সামনে যখন লক্ষ্য হোয়াইটওয়াশ, ইংলিশদের চ্যালেঞ্জ ধবলধোলাই এড়ানো। সেই ম্যাচে ভাগ্যদেবী তাদের সহায় হলেন। টস জিতলেন জস বাটলার।

টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছেন ব্যাটিংয়ের। ইতোমধ্যে সিরিজ জেতা বাংলাদেশের সামনে আজ লক্ষ্য ব্যবধান ৩-০ করা। তবে ইংলিশরা অন্তত শেষ ম্যাচটা জিততে চাইবে।

বাংলাদেশ স্কোয়াড
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসাইন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড স্কোয়াড
ফিল সল্ট, ডেভিড মালান, মঈন আলী, জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, রেহান আহমেদ, আদিল রশিদ ও জোফরা আর্চার।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি