ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮, ২৭ ডিসেম্বর ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ। চার বোলার নিয়ে মাঠে নেমেছে শান্ত বাহিনী।

নেপিয়ারে আগের ম্যাচে বাংলাদেশের বোলারদের তোপে কেঁপেছিল নিউজিল্যান্ড। মাত্র ৯৮ রানে অলআউট হয়েছিল তারা। বিশাল ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। সেই একই মাঠে আজ টস করতে নামলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন নিউজিল্যান্ড অধিনায়ককে।

ম্যাচটিতে অভিষেক হয়েছে তানজিম হাসান সাকিবের। ওয়ানডে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টিতে স্থান পেলেন এই পেসার। 

সিরিজের প্রথম ম্যাচে চার বোলার নিয়ে মাঠে নেমেছে শান্ত বাহিনী। পেসার হিসেবে রয়েছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম। এছাড়া লেগস্পিনার হিসেবে দেখা যাবে রিশাদ হোসেনকে। 

বাংলাদেশের একাদশ
 
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

বাংলাদেশের একাদশ
 
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), রনি তালুকদার, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ডের একাদশ
 
টিম সেফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, টিম সাউদি, ইশ সোধি ও বেন সিয়ার্স।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি