ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত টাইগারদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ২৬ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৭:১১, ২৬ অক্টোবর ২০১৮

জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শুক্রবার তৃতীয় ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

দুপুর আড়াইটায় চট্টগ্রামের জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে এ ম্যাচ শুরু হয়। শিশিরের কথা মাথায় রেখে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ।

যদিও এটি নিয়মরক্ষার ম্যাচ। তবে এই ম্যাচ নিয়েও বাংলাদেশ শিবিরে উত্তেজনা বিরাজ করছে। লক্ষ্য হোয়াইটওয়াশ।

অন্য দিকে জিম্বাবুয়ের লক্ষ্য অন্তত শেষ ম্যাচটা জিতে একটু সম্মান বাঁচানো। তাই জয় চাইবে জিম্বাবুয়ে। কারণ বাজে একটা বছর কাটানো দলের জন্য সান্ত্বনার একটা জয়ও যে হতে পারে ঘুরে দাঁড়ানোর প্রেরণা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি