ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৩, ৭ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়া বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। 

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতেছেন আফগান অধিনায়ক শহিদি। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি।

আফগানিস্তানের একাদশে একটি পরিবর্তন এসেছে। ফজল হকের জায়গায় দলে ফিরেছেন নাভিন-উল হক। 

এদিকে অস্ট্রেলিয়ার দলেও রয়েছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন স্টিভেন স্মিথ। আর ক্যামেরুন গ্রিনও হারিয়েছে তার জায়গা। এই দুইজনের পরিবর্তে দলে ফিরেছেন মার্শ ও ম্যাক্সওয়েল।

সেমিফাইনাল নিশ্চিত করতে আফগানিস্তানের বিপক্ষে সেরাটাই দিতে চাইছে অস্ট্রেলিয়া। অপরদিকে প্যাট কামিন্সের দল ফেভারিট হলেও দারুণ ফর্মে রয়েছে আফগানরাও। 

অপরদিকে, সেমিফাইনালের রেসে থাকতে অজিদের বিপক্ষে শুধু জয়েই চোখ নয়, রানরেটও বাড়িয়ে নিতে চায় হাশমতউল্লাহ শহিদির দল।

আফগানিস্তান একাদশ
রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ইকরাম আলীখিল (উইকেটরক্ষক), রশিদ খান, মুজিব উর রহমান, নূর আহমদ, নাভিন-উল হক।

অস্ট্রেলিয়া একাদশ
ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, জশ ইংলিশ (উইকেটরক্ষক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি