টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
প্রকাশিত : ১৪:২৫, ১০ নভেম্বর ২০২৩
শুক্রবার (১০ নভেম্বর) আহমেদাবাদ নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে আফগানিস্তান। শেষ ম্যাচে মাঠে নেমেই টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা।
রাউন্ড রবিন লিগে এটি শেষ ম্যাচ প্রোটিয়াদের। এর আগে ভারতের কাছে হারলেও সেমিফাইনাল নিশ্চিত করে রেখেছে দলটি। সেমিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। তার আগে আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে ছন্দে ফিরতে চাইছে প্রোটিয়ারা। এদিকে এই বিশ্বকাপটা আফগানদের জন্য স্বপ্নের মতোই কটেছে। ইংল্যান্ড-পাকিস্তান-শ্রীলঙ্কা, সাবেক এই তিন বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়েছে দলটি। সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে হারলেও চোখে চোখ রেখে লড়াই করেছে আফগানরা। প্রোটিয়াদের বিপক্ষে শেষটা জয় দিয়েই রাঙাতে চায় রশিদ-মুজিবরা।
এসবি/