ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ২ পরিবর্তন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৭, ৯ নভেম্বর ২০২৪

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা।

শারজায় গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম ম্যাচে ৯২ রানে হেরেছিল বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। আঙুলের ইনজুরির কারণে পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি। 

এ ম্যাচ দিয়ে বাংলাদেশের ১৪৯তম ওয়ানডে খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে জাকেরের। দেশের হয়ে ১টি টেস্ট ও ১৯টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে তার। টেস্টে ৬০ এবং টি-টোয়েন্টিতে ২৫৪ রান করেছেন জাকের। 

এছাড়া স্পিনার রিশাদ হোসেনের জায়গায় খেলার সুযোগ পেয়েছেন গত ওয়ানডে বিশ্বকাপে সর্বশেষ খেলা বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। বাংলাদেশের জার্সিতে ১৫ ওয়ানডেতে ১২ উইকেট শিকার করেছেন তিনি। 

অপরদিকে প্রথম ম্যাচের একাদশ নিয়েই খেলতে নেমেছে আফগানিস্তান। 

আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে খেলে ১০টিতে জয় এবং ৭টিতে হার আছে বাংলাদেশের। 

বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, জাকের আলি (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ
হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, রহমত শাহ, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, আল্লাহ গজানফর, নাঙ্গোলিয়া খারোতে, ফজলহক ফারুকি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি