ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে সানজামুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১১, ২৩ জানুয়ারি ২০১৮

ফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। এমন ম্যাচে টস জিতে অনুমিতভাবে ব্যাটিং নিয়েছেন মাশরাফি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে নিয়েছিলেন বোলিং।

ফাইনালে খেলতে হলে আজকের ম্যাচ জিততেই হবে জিম্বাবুয়েকে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে বাঁ হাতি স্পিনে ভুগেছে জিম্বাবুয়ে। এ কারণে মোহাম্মদ সাইফউদ্দিনকে বসিয়ে দলে ফেরানো হয়েছে স্পিনার সানজামুল ইসলামকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশকেই এ ম্যাচে খেলাচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ১২ টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে জিটিভি ও বিটিভি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সবার ওপরে বাংলাদেশ। ৩ ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার পয়েন্ট ৪ করে।

একে// এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি