ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ৩০ আগস্ট ২০২২ | আপডেট: ২০:০৪, ৩০ আগস্ট ২০২২

টসের মুহূর্ত

টসের মুহূর্ত

আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে মাঠে নামা মাত্রই দুর্দান্ত এক নজির গড়লেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ১০০টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করেন তিনি।

অধিনায়কের এমন মাইলস্টোন অর্জনের ম্যাচটি সঙ্গত কারণেই জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবে টাইগাররা। সেই লক্ষ্যেই আফগানদের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

ফলে সঙ্গত কারণেই আগে বোলিংয়ে নামতে হচ্ছে আফগানিস্তানকে। 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে আগে বোলিং করে প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে মাত্র ১০৫ রানে গুড়িয়ে দেয় মোহাম্মদ নবির দল। জবাবে মাত্র ২টি উইকেট হারিয়ে ১০.১ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। এতেই বোঝা যায় লঙ্কান বোলারদের ওপর কেমন তাণ্ডব চালিয়েছে তাদের ব্যাটাররা।

তবে বাংলাদেশের বোলারদের বিপক্ষে আজ কেমন করেন সেটাই দেখার বিষয়। এদিন অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে তারা।

এ ম্যাচে ওপেনিংয়ে নামছেন স্বীকৃত দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। ব্যাটিং অর্ডার অনুযায়ী সাকিব তিনে, চারে আফিফকে নামানো হতে পারে। মিডল অর্ডারে পাঁচ ও ছয়ে খেলতে পারেন মুশফিক, মাহমুদউল্লাহ। অবশ্য মাহমুদউল্লাহর পজিশন পরিবর্তন হতে পারে।

একাদশে আছেন মোসাদ্দেক হোসাইন সৈকতও। তিনি সুযোগ পাওয়ায় সাইড বেঞ্চেই থাকছেন সাব্বির রহমান। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনের প্রত্যাবর্তন হচ্ছে এই ম্যাচ দিয়েই। আর স্পিনিং অলরাউন্ডার শেখ মাহেদী হাসানের খেলা নিয়ে সংশয় নেই।

এদিন দুই পেসার মুস্তাফিজ ও তাসকিন আহমেদের সঙ্গে আছেন অলরাউন্ডার সাইফুদ্দিন। দুই স্পিনার মোসাদ্দেক ও শেখ মাহেদির সঙ্গে আছেন অধিনায়ক সাকিব আল হাসান। সেক্ষেত্রে বাদ পড়ছেন নাসুম আহমেদ।

এছাড়া পার্ট টাইম বোলার হিসেবে দলে আছেন মাহমুদউল্লাহ ও আফিফ হোসাইন।

বাংলাদেশ একাদশ:
এনামুল হক বিজয়, নাঈম শেখ, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসাইন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন, শেখ মাহেদী হাসান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ: 
হজরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী (অধিনায়ক), করিম জানাত, রশিদ খান, আজমতুল্লাহ ওমরজাই, নাভিন-উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি