ঢাকা, বৃহস্পতিবার   ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

চ্যাম্পিয়ন্স ট্রফি

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২০ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৫:৩৫, ২০ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শুরু করলো বাংলাদেশ। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে ভারত। তবে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘এই সংস্করণে আমাদের দলটা ব্যালান্সড। আমরা বিশ্বাস করি, এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি। সব দলই শিরোপা জয়ের সামর্থ্য রাখে। আর আমি এমন কেউ নই যে প্রতিপক্ষ নিয়ে খুব বেশি ভাবি। নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে আমরা যে কোনো দিন যে কোনো দলকে হারাতে পারি।’

অন্যদিকে, টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট ভারত। জয় দিয়েই এবারের আসর শুরু করতে চায় তারা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমাদের জন‌্য গুরুত্বপূর্ণ ভালো শুরু করা। দলের প্রত্যেকে জানে তাদের কী করতে হবে। আমরা জানি আমাদেরকে কী করতে হবে, সেটা করে আমরা সামনে এগিয়ে যেতে চাই।’ 

বাংলাদেশের একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, জাকের আলী, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিদ সাকিব।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার,  অক্ষর প্যাটেল, কেএল রাহুল, হার্ডিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব।
 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি