ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২২, ৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৪:২৪, ৫ নভেম্বর ২০২৩

বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ভারত। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক।

রোববার (৫ নভেম্বর) দুপুর ২টায় মূল ম্যাচের আগে টসের জন্য মাঠে নামেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা ও ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সেখানে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত দলপতি।

তৃতীয় শিরোপার পথেই হাঁটছে টিম ইন্ডিয়া। ৭ ম্যাচে মাঠে নেমে সবগুলোতেই জয় তুলে নিয়েছে রোহিতরা। শুধু জয়ই নয় প্রতিপক্ষকে রীতিমতো নাস্তানাবুদ করে পয়েন্ট টেবিলের শীর্ষে আয়োজকরা। 

এবার প্রতিপক্ষ দারুন ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা। তবে এ নিয়ে ভাবছে না রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। নিজেদের মাঠে শতভাগ জয় নিয়ে সেমিতে খেলতে চায় ভারত। 

দুই পয়েন্ট কম নিয়ে ভারতের পরের অবস্থানে থাকলেও রানরেট এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ জিতে শীর্ষে ফিরতে সর্বোচ্চটা দিতে চান ডি কক-ক্লাসেন-রাবাদারা। 

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, তেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডার ডুসেন, আইডেন মার্করাম, এনরিচ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, তাবরিজ শামসি, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি