ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৯, ১৬ অক্টোবর ২০২৩

ওয়ানডে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। 

লক্ষ্ণৌর অটল বিহারি বাজপেয়ী স্টেডিয়ামে টস জিতে কুশল মেন্ডিস ব্যাটিংয়ের সিদ্ধান্তের কথা জানান।

চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত কোনো জয়ের দেখা না পাওয়া তিন দলের দুটি হলো- অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। আজ দু’দলই চাইছে পয়েন্টের খাতা খুলতে। 

ইনজুরিতে অধিনায়ক দাসুন শানাকা ছিটকে যাওয়ায় কুশল মেন্ডিসের নেতৃত্বে জয়েই চোখ রাখছে লঙ্কানরা। 

অন্যদিকে, বিশ্বকাপের শুরু থেকেই এলোমেলো পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে আজকের ম্যাচ দিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করতে চাইছে অজিরা।

বিশ্বকাপের মঞ্চেও জয়ের দিক দিয়ে এগিয়ে অস্ট্রেলিয়ার। ১১বারের লড়াইয়ে অস্ট্রেলিয়া জিতেছে আটবার আর শ্রীলঙ্কার জয় মাত্র ২টিতে ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপেও ৮৭ রানে জিতেছিল অজিরা।

শ্রীলঙ্কা একাদশ
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, চামিকা করুনারত্নে, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা,  লাহিরু কুমারা ও দিলশান মাদুশঙ্কা।

অস্ট্রেলিয়া একাদশ
মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুশেন, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক,   প্যাট কামিন্স (অধিনায়ক), এডাম জাম্পা ও জশ হ্যাজলউড।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি