ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল হংকং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪০, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

গত ম্যাচের মতো আজকের ম্যাচেও টসে জিতেছে টিম হংকং। তবে এবার আর ভুল করেননি অধিনায়ক আনশুমান রাথ। টস জেতার পরই জানিয়ে দেন, এবার আর ব্যাটিংয়ে নামছেন না। পাকিস্তানের বিশ্বসেরা বোলিং লাইনআপের সামনে আত্মসমর্পণের পর এবার ভারতকে এবার ভারতকে ব্যাটিংয়ে পাঠালো দলটি।

এদিকে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে শুরু করতে চায় টিম ইন্ডিয়া। কোহলি বিহীন বড় কোনো টুর্নামেন্টে এবারই প্রথম দেশটি অংশ নিচ্ছে। তবে কোহলি না থাকলেও দলে আছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মা। আছেন আইপিএলে উইকেটের পেছনে দাঁড়ানো অভিজ্ঞ দীনেশ কার্ত্তিকও।


ভারত একাদশ: রোহিত শর্মা, শিখর দাওয়ান, আমবাতি রাইডু, দীনেশ কার্ত্তিক, কেদার যাদব, মাহেন্দ্র সিং ধোনি, কুলদ্বীপ যাদব, শার্দুল ঠাকুর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, যুভেন্দ্রা চাহা।

হংকং একাদশ: নিজাকত খান, আনশুমান রাথ, বাবর হায়াত, ক্রিস্টোফার কারটর, কিঞ্চিত শাহ, এহসান খান, এইজাজ খান, স্কট ম্যাককেন্চি, তানওয়ার আফজাল, এহসান নওয়াজ, নাদিম আহমেদ।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি