ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

টস হেরে ফিল্ডিংয়ে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ২১ জানুয়ারি ২০১৮

ত্রিদেশীয় সিরিয়ে শ্রীলংকার আজ বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নেমেছে হাথুরুসিংহের লঙ্কা। টস হেরে ফিল্ডিং করছে তারা।
এর আগে দুই প্রতিপক্ষের সঙ্গে টানা দুই জয় দিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। অন্যদিকে প্রথম দুটি ম্যাচে ধরাশায়ী হয়ে শ্রীলঙ্কা পড়েছে বিদায় নেওয়ার শঙ্কায়। ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রাখার জন্য আজ জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লঙ্কানদের।
দলে একটি পরিবর্তন এনে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। ওয়ানিদু হাসারাঙ্গার পরিবর্তে দলে এসেছেন লক্ষ্মণ সান্দাকান। অন্যদিকে দল অপরিবর্তিতই আছে জিম্বাবুয়ের।

প্রসঙ্গত, সিরিজের সবশেষ ম্যাচে শ্রীলংকাকে দেড় শতাধিক রানে হারায় বাংলাদেশ।
শ্রীলঙ্কা দল : কুশাল পেরেরা, উপুল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দিনেশ চান্দিমাল, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, লক্ষ্মণ সান্দাকান, আকিলা ধনঞ্জয়, সুরঙ্গা লাকমল ও নুয়ান প্রদীপ।
জিম্বাবুয়ে দল : হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মায়ার, ক্রেইগ অরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, পিজে মুর, গ্রায়েম ক্রেমার, কাইল জারভিস, টেন্ডন চাতারা ও ব্লেসিং মুজারাবানি।
/ এআর /


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি