টসে জিতে ইংলিশদের ব্যাটিং এ পাঠালো টাইগাররা
প্রকাশিত : ১৪:৪২, ১২ মার্চ ২০২৩
ফাইল ফুটেজ
বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের আশায় মাঠে নেমেছে বাংলার টাইগাররা। এরইমধ্যে মিরপুর স্টেডিয়া টসে জিতে ইংলিশদের ব্যাটিংএ পাঠিয়েছে তারা। সিরিজে ১-০ তে এগিয়ে থাকার আত্মবিশ্বাস কাজে লাগিয়ে এই ম্যাচেই জয় নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল।
চট্টগ্রামে টানা দুই হারে কিছুটা হতাশ হলেও ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজও নিজেদের হাতে তোলার প্রত্যাশা ইংলিশদের।
বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রনি তালুকদার, তৌহিদ হৃদয়, রেজাউর রহমান রাজা ও তানভীর ইসলাম।
ইংল্যান্ড দল
জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জোফরা আর্চার, মার্ক উড, মঈন আলী, ডেভিড মালান, স্যাম কারান, বেন ডাকেট, ক্রিস জর্ডান, আদিল রশিদ, রেহান আহমেদ, রিচ টপলি ও ক্রিস ওকস।
এসবি/