ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

টসে জিতে ফিল্ডিংয়ে খুলনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ৮ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। এই আসরে দু’দলই নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে।

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।

এর আগে রাজশাহী কিংসকে বড় ব্যবধানে হারিয়ে এই টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করে ঢাকা। তবে নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে হেরে যায় খুলনা।
ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসরকে সামনে রেখে চলছে বিপিএলের জমজমাট লড়াই। আজ মঙ্গলবার মজাদার বিপিএল ম্যাচে রয়েছে চারটি দলের খেলা। বেলা সাড়ে ১২টায় দিনের প্রথম খেলায় ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ খুলনা টাইটানস। আর দিনের দ্বিতীয় খেলায় বিকেল পাঁচটা ২০ মিনিটে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। চলুন দেখে নেওয়া যাক ক্রিকেট তারকারা কে কোন দলে রয়েছেন-
ঢাকা ডায়নামাইটস
সাকিব আল হাসান, সুনীল নারিন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতুল্লাহ যাযাই, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, এন্ড্রু বার্চ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাৎ হোসেন রাজীব, নাঈম শেখ।
খুলনা টাইটানস
মাহমুদউল্লাহ, কার্লোস ব্রেথওয়েট, দাউইদ মালান, আলি খান, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, তাইজুল ইসলাম, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, জহির খান, রাদারফোর্ড, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর।
রংপুর রাইডার্স
মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা, রিলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, বেনি হাওয়েল, ফারদিন হোসেন অনি, ওশানে থমাস।
কুমিল্লা ভিক্টোরিয়ানস
তামিম ইকবাল, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, সাইফউদ্দিন, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভন লুইস, ওয়াকার সালমাখেল, আমের ইয়ামিন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি