টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশিত : ১৯:৩২, ১০ মার্চ ২০১৮
নিদাহাস ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে টসে হেরে ম্যাচই হেরেছে টাইগাররা। তাই এবার টসে জেতামাত্র ভুল করেননি মাহমুদুল্লাহ। প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারের পর এবার সিরিজে টিকে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে তামিম-মাহমুদুল্লাহরা।
বাংলাদেশ স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় টসে নামেন মাহমুদুল্লাহ রিয়াদ ও লঙ্কান অধিনায়ক চান্দিমাল। এরপর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা। এদিকে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গুড়িগুড়ি বৃষ্টি হয়েছে। খুব শিগগিরই মাঠে গড়াচ্ছে বল।
সূত্র: ইউএসপিএন
এমজে/