ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

টসে জিতে ফ্রিল্ডিং এ ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ২০ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৩১, ২০ অক্টোবর ২০১৮

ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কা। টসে জিতলেও বল করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত এক ইউকেট হারিয়ে ১৭ ওভারে লঙ্কানদের সংগ্রহ ৭৯ রান।

শ্রীলঙ্কার ক্যানডিতে অনুষ্ঠিত এই খেলায় ইংল্যান্ডের ব্যাট করার অন্যতম কারণ হচ্ছে আকাশের মেঘাচ্ছন্ন ভাব।

লঙ্কানদের দল-

সাদীরা সমরওয়িক্রম, নিরোশ্যান ডিকওয়েলা (উইকেটরক্ষক),  কুসাল মেন্ডিস,  দীনেশ চন্দ্রিমাল (অধিনায়ক),  ধনঞ্জয় ডি সিলভা, দসুন শানাকা,  থিসারা পেরেরা,  আকিলা দানঞ্জয়া,  আমিলা আপনসো,  লাসিথ মালিঙ্গা এবং  কাসুন রাজিথা।

ইংল্যান্ড দল-

জেসন রায়,  অ্যালেক্স হেলেস,  জো রুট,  ইয়ন মরগান (অধিনায়ক),  বেন স্টোকস,  জস বাটলার (উইকেট),  মঈন আলী,  ক্রিস ওয়াকেস,  টম কার‌্যান, আদিল রশিদ, অলি স্টোন।

সূত্র : বিবিসি।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি