ঢাকা, মঙ্গলবার   ৩১ ডিসেম্বর ২০২৪

টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া: ওয়ার্নারের হাফ সেঞ্চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ৯ মার্চ ২০১৮

দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে চমৎকার সূচনা এনে দিয়েছেন ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফট। তবে সেঞ্চুরি থেকে মাত্র দুই রান দূরে থাকতে এ জুটির ভাঙ্গন ধরে বেনক্রফটের ফিরে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার মধ্য দিয়ে।

এরই মধ্যে ২৬ ওভারে ৯৮ রান তুলেছে অস্ট্রেলিয়া। এরইমধ্যে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তবে তিনি এখনোও ক্রিজে রয়েছে। সকালের বিরতিতে যাওয়ার ঠিক আগ মুহূর্তে নিজের খাতায় ৩৮ রান যোগ করতেই ফিরে যান বেনক্রফট। ফিলেন্ড্যারের বলে ডি ককের স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান এই ব্যাটসম্যান।

সূত্র: ইউএসপিএন
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি