ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৫ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৭:৪৭, ১৫ সেপ্টেম্বর ২০১৮

টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে টিম বাংলাদেশ। বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। আর মাত্র কয়েক মিনিট পরই শুরু হচ্ছে ম্যাচটি। এরইমধ্যে প্রথম প্রথম ম্যাচ নিয়ে দুই শিবিরে শুরু হয়েছে উত্তেজনা। এ উত্তেজনার শুরু হয়েছিল শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফি থেকে। দেশটির বিপক্ষে বাংলাদেশ সেদিন জয় নিয়ে মাঠ ছাড়ার পরই টাইগারদের বিপক্ষে অবস্থান নেয় দেশটির ক্রিকেটার ও দর্শকরা। তাইতো সে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে ভারতকে সমর্থন জানায় তারা। এরপরই দুই দলের প্রতিদ্বন্দ্বিতা হয়ে উঠে দ্বন্দ্বমূলক।

গেলো তিন আসরের মধ্যে দুই আসরেই ফাইনাল খেলার অভিজ্ঞতা। তাই তো আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে সংযুক্ত আরব আমিরাতের এবারের আসর হওয়ায় কন্ডিশন নিয়ে কিছুটা চিন্তিত টাইগাররা। তবুও ২০১২ ও ২০১৬ সালের ফাইনাল থেকে আত্মবিশ্বাস ও অভিজ্ঞতাকেই এবারেও কাজে লাগানোর পরিকল্পনা। যদিও ২০১৪ সালের এশিয়া কাপ বিজয়ী আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার সামনেই পড়তে হবে প্রথম ম্যাচে। কিন্তু নেতিবাচক কিছুই ভাবছে না টইগাররা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও মিথুন।

শ্রীলঙ্কার একাদশ: উপল থারাঙ্গা, ধানানজয়, ম্যাথউইস, কে পেরারা, কে মেন্ডিস, থিসারা, শঙ্কা, মালিঙ্গা, লাকমল, আপনসো এবং দিল রুয়ান।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি