ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফিরলেন সৌম্য, মিরাজ

টসে হেরে ফিল্ডিংয়ে টাইগাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ২২ অক্টোবর ২০১৭

তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি। ইস্ট লন্ডনের বুফালু পার্কে হোয়াইটওয়াশ এড়াতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ২-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের। বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। তামিম ইকবাল ও নাসির হোসেনের জায়গায় খেলছেন সৌম্য সরকার ও মেহেদি হাসান মিরাজ।

আজকের একাদশ

ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, রুবেল হোসেন।

ইস্ট লন্ডনে মাঠে নামার সময় দারুণ একটি রেকর্ড করবেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক হিসেবে দেশকে ৫০তম ওয়ানডেতে নেতৃত্ব দেবেন তিনি। বাংলাদেশিদের মধ্যে এমন রেকর্ড রয়েছে আর মাত্র দুজন অধিনায়কের। হাবিবুল বাশার ৬৯ ও সাকিব আল হাসান ৫০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার মাটিতে এখন পর্যন্ত বাংলাদেশের জয় মাত্র একটি ম্যাচে। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় জয়টা কি ইস্ট লন্ডনে আসবে? সেটাই দেখার বিষয়।

 

সূত্র : ক্রিকইনফো

/ এমআর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি