ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১২, ২০ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:১৭, ২০ ডিসেম্বর ২০১৮

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে হেরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।    

বৃহস্পতিবার বিকাল ৫টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের মুখোমুখি টাইগাররা।  

সাকিব আল হাসানের খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। জ্বরের কারণে খেলা নিয়ে খানিকটা শঙ্কা তৈরি হলেও শেষ পর্যন্ত মাঠে নেমেছেন তিনি।    

তবে আগের ম্যাচের মতো এবার টস ভাগ্যকে পাননি পাশে। ক্যারিবিয়ান অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েট টস জিতে বাংলাদেশকে পাঠিয়েছেন ব্যাটিংয়ে।   

প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

এ ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত হবে উইন্ডিজের। আবার সিরিজে সমতায় ফিরতে চায় বাংলাদেশ। ফলে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে স্বাগতিকরা। সেক্ষেত্রে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও প্রথম ম্যাচের একাদশ রেখে দেয়ার সম্ভাবনাই বেশি। আর পরিবর্তন হলে দু’জন বাইরে চলে যেতে পারেন। বাদ পড়তে পারেন আরিফুল হক ও আবু হায়দার রনি।

এমনটি হলে স্বাভাবিকভাবেই দু’জন অন্তর্ভুক্ত হবেন। আরিফুলের স্থানে ঢুকতে পারেন মোহাম্মদ মিঠুন। আর রনির জায়গায় খেলতে পারেন রুবেল হোসেন। আবার সেই স্থলে নাজমুল ইসলাম অপুও ইন হতে পারেন।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ: 

১. তামিম ইকবাল, ২. লিটন দাস ৩. সৌম্য সরকার ৪. সাকিব আল হাসান (অধিনায়ক) ৫. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৬. মাহমুদউল্লাহ রিয়াদ ৭. আরিফুল হক/মোহাম্মদ মিঠুন ৮. মেহেদি হাসান মিরাজ ৯. মোহাম্মদ সাইফউদ্দিন ১০. আবু হায়দার রনি/রুবেল হোসেন/ নাজমুল ইসলাম অপু ও ১১. মোস্তাফিজুর রহমান।   

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি