ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘টাইগার জিন্দা হায়’র তিন দিনেই ১০০ কোটির মাইল ফলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৭, ২৫ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

মুক্তির তৃতীয় দিনেই ১০০ কোটির মাইলফল স্পর্শ করল ‘টাইগার জিন্দা হায়’। শুধু স্পর্শই নয়, তৃতীয় দিন শেষ না হলেও ১০০ কোটি ছাড়িয়ে গেল সালমান খান-ক্যাটরিনা কাইফের এ সিনেমা।

গত শুক্রবার মুক্তি পায় এ বছরের অন্যতম বহুল কাঙ্খিত সিনেমা ‘টাইগার জিন্দা হায়’। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘টাইগার’ সিনেমার সিকোয়াল টাইগায় জিন্দা হ্যায়’কে ঘিরে আগে থেকেই উন্মাদনা ছিল দর্শকদের মাঝে। তাই এ সিনেমা যে, ১০০ কোটি আয় ছাড়িয়ে যাবে তা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। এখন পর্যন্ত এ সিনেমাটি দেশ-বিদেশ মিলিয়ে আয় করেছে ১১৪.৯৬ কোটি রুপি।

সালমানের অভিনয় করা ১০০ কোটি ছাড়িয়ে যাওয়া ১২তম সিনেমা টাইগার জিন্দা হ্যায়। 

তবে বিপুল পরিমাণ অর্থ ঘরে তোলার পরেও সমালোচকদের মন জয় করতে কষ্ট হচ্ছে সিনেমাটির। বলিউডের সিনেমা সমালোচক রাজা সেন সিনেমাটির দীর্ঘকাল নিয়ে সমালোচনা করেন। তবে ভারতের বক্স অফিসে সেই সিনেমাই ‘হিট’ যা দর্শকদের কাছে হিট। সেদিক থেকে ইতোমধ্যে ‘হিট’ তকমা পেয়ে গেছে সিনেমাটি।

উল্লেখ্য, একজন ভারতীর এজেন্ট টাইগার (সালমান) এবং পাকিস্তানের আএসআই এজেন্ট জয়া (ক্যাটরিনা) এর মধ্যেকার প্রেমের রসায়ণ নিয়ে ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে ২০১২ সালে মুক্তি পায় টাইগার। জহির খান পরিচালিত সে সিনেমার সিকোয়েল টাইগার জিন্দা হ্যায় পরিচালনা করেন আলি জাফর।  

সূত্র; এনডিটিভি

 

//এসএইচএস//এসএইচ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি